৫ মিনিটেই টেস্ট সম্ভব? কি বলছে অ্যাবর্ট ল্যাবরেটারিজ ?

নিউজটাইম ওয়েবডেস্ক :  

 মাত্র পাঁচ মিনিটেই করোনাভাইরাসের টেস্ট করা সম্ভব। এমনটাই দাবি করেছে আমেরিকায় এক বিখ্যাত ল্যাবরেটারিজ, অ্যাবর্ট ল্যাবরেটারিজ।  সবচেয়ে সুবিধেজনক কথা এই টেস্টিং কিটটি খুব ছোটো ও যে কেউ সেটা সঙ্গে করে নিয়ে যেতে পারে। তাই যে কোনও জায়গায় এটি ব্যবহার করা যেতে পারে।

 

১লা এপ্রিল থেকে দৈনিক ৫০ হাজার টেস্টিং কিট সরবরাহ করবে এই সংস্থা। করোনাভাইরাস জিনোমের অংশ খুঁজতে ব্যবহার করা হবে এই মলিকিউলার টেস্ট। পাঁচ থেকে তেরো মিনিটের মধ্যে এই পুরো টেস্টটি করা সম্ভব।

আমেরিকায় ইতিমধ্যেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক লাখের ওপর আক্রান্ত। কিন্তু সময়ের অভাবে এখনও অনেকের টেস্ট হয়নি যাদের করোনা হয়ে থাকতে পারে। এই রেডিমেড কিটের ফলে খুব দ্রুত টেস্টিং হওয়া সম্ভব যা সংক্রমণ আটকানোর কাজ করতে পারে। আমেরিকা প্রথম দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাস পজিটিভ।

এই টেস্টে প্রথমে সোয়াব সংগ্রহ করে সেটিকে একটি কেমিক্যাল সলিউশনে মেশানো হয়। এতে আর এন এ টি আলাদা হয়ে যায়। তারপর সেটি অ্যাবটের  সিস্টেমের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এটি করোনাভাইরাস জিনোম চিহ্নিত করে নিতে পারে।

ইতিমধ্যেই হসপিটাল এমারজেন্সিত, চিকিৎসকদের অফিসে এই কিট পাঠানোর পরিকল্পনা করেছে সংস্থা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube