৫ বছরেও কেন শোধ হল না ৫০ লক্ষ! কুন্তল ‘পরিচিত’ সোমাকে তলব ইডির

নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ব্যপক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত কুন্তল, এমনই প্রমাণ রয়েছে ইডির হাতে।কুন্তলের অ্যাকাউন্টের নথি রয়েছে তদন্তকারী সংস্থার হাতে। তাঁর অ্যাকাউন্ট থেকে যে ৭৫ টি অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তার মধ্যে রয়েছে সোমা চক্রবর্তীর নাম।২০১৭ থেকে কুন্তলের সঙ্গে সোমার পরিচয় বলে জানা গিয়েছে।  

ইডির হাতে প্রমাণ উঠে এসেছে, সোমা কুন্তল ঘোষের থেকে ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত ৫০ লক্ষ টাকা নিয়েছেন সোমা। অন্যদিকে সোমা দাবি করছেন, ব্যবসা সংক্রান্ত কাজে কুন্তলের থেকে টাকা নিয়েছেন সোমা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এতগুলো বছরে কেন কুন্তলকে সেই অর্থ ফেরত দেননি সোমা! এদিকে সোমার পাল্টা দাবি ২০১৮’র পর কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল না, তাই অর্থ ফেরত দিতে পারেনি।

গত ৩ মার্চ সোমাকে প্রথমবার জেরা করেছিলেন ইডি।আগামীকাল আবারও ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে সোমা চক্রবর্তীকে।জেরায় সহযোগিতা করবেন তিনি, এমন্টাই জানিয়েছেন সোমা। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে টলি যোগ পাওয়া গিয়েছে। অভিনেতা বনি সেনগুপ্তকে আজ ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে। হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আবার তলব করেছে তদন্তকারী সংস্থা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube