৫৯০ কোটি ডলার ক্ষতির মুখে মুকেশ অম্বানি, করোনার থাবা এবার বিশ্ব বাণিজ্যেও

নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও করনা আতঙ্ক ‌থেকে মুক্তি পায়নি বিশ্ববাসী। এরইমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় ধনী শিল্পপতিরা। করোনার ফলে বিনিয়েগের পরিমান অনেকাংশেই কমিয়ে দিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে স্বাভাবিকভাবেই বাজারের দশা বেহাল হচ্ছে। ‌যার প্রভাব গিয়ে পড়ছে এবার এদেশের শিল্পপতিদের ওপর। ‌যার মধ্যে গত দু’সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সবচেয়ে ধনী ব্যক্তি তথা মুকেশ অম্বানি।

এবিষয়ে ব্লুমবার্গের একটি রিপের্টে জানানো হয়েছে, ২০২০ সালে এখনও প‌র্যন্ত মোট ৫৯০ কোটি ডলারের ক্ষতি হয়েছে অম্বানির। ফলে তাঁরমোট সম্পত্তির পরিমান নেমে গিয়েছে ৫৩ হাজার কোটি ডলারে। তবে শুধুমাত্র সম্পত্তি নয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেও নেমেছে ১১ শতাংশ। কিন্তু হঠাং করে কেন এই পতন? তার জন্য করোনা ভাইরাসকেই দায়ী করছে বিশেষজ্ঞরা।   

তবে শুধুমাত্র আম্বানিই ‌এই ক্ষতির মুখে পড়েছেন এমন নয়। একইসাথে তাঁর দলে নাম লিখিয়েছেন উইপ্রোর-র প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি থেকে শুরু করে কোটাক মহিন্দ্রার উদয় কোটাক, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং শিল্পপতি গৌতম আদানি। প্রায় ৮৬ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে আজিম প্রেমজির। উদয় কোটাকের ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি ডলার। কুমার মঙ্গলম বিড়লার ক্ষতির পরিমান প্রায় ৮৯ কোটি ডলার। একইভাবে গৌতম আদানির প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্লুমবার্গের রিপোর্টে।     

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের জেরে শেয়ার বাজারে ধস নেমেছে। অগেই শেয়ার মার্কেটের বেহাল দশা হয় চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। কিন্তু এবার বিদেশের মাটি থেকে সরাসরি করোনা-ক্ষতির মুখে পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জও। শুক্রবার সকাল থেকেই প্রায় ১২০০ পয়েন্টের বেশি পড়ে সেনসক্স। করোনাভাইরাসের জেরেই এই টানাপড়েন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube