
নিউজটাইম ওয়েবডেস্ক : বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে তার একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত মন কেড়েছে ক্রিকেট প্রেমিদের।এবার চার দেশের সুপার সিরিজ আয়োজন ও অংশগ্রহণ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে ব্রিটেন গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠকে অংশগ্রহণের সম্ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার পদাধিকারিরাও। আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
২০২০ ও ২০২১ সালের বিশ্ব ক্রিকেট সূচিপত্রের ভিত্তিতে বিসিসিআই প্রস্তাবিত চার দেশের সুপার সিরিজ আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করে আইসিসি। তবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। আইসিসি-র বিরুদ্ধে ঐক্যমত্য গড়ে তুলতো যেভাবেই হোক চার দেশের সুপার সিরিজ আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। তা নিয়ে কথা বলতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে ব্রিটেন পৌঁছে গিয়েছেন বলে সূত্রের খবর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পদাধিকারিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পদাধিকারিরাও থাকবেন বলে জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022