
নিউজটাইম ওয়েবডেস্ক : ৪৪৬.৫২ কোটি টাকা, ঠিক এই পরিমান টাকাই খরচ হয়েছে গত ৭ বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক রাষ্ট্র প্রধানের দায়িত্ব যেমন দেশের সমস্ত কাজের সাথে ওতপ্রত ভাবে জড়িয়ে থাকা তেমনই অন্য রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করা তাঁর পদের অন্যতম প্রধান কর্তব্য। এবং সেই উদ্দেশ্যেই তিনি এই ৭ বছরের সময়ে প্রায় ৯২টি দেশে ভ্রমন করেছেন।
কেন্দ্রী. বিদেশ মন্ত্রী মুরলীথরন বলেন, ২০১৫-১৬ সালে প্রধানমন্ত্রীর সফরে খরচ হয় ১২১.৮৫ কোটি টাকা। এরপর ২০১৬-১৭ সালের সফরে খরচ হয় ৭৮.৫২ কোটি টাকা। ২০১৭-১৮ সালে ৯৯.৯০ কোটি টাকা খরচ হয় প্রধানমন্ত্রীর সফরে। এবং ২০১৮-১৯ সালে খরচ হয় ৪৬.২৩ কোটি টাকা। সুত্রের খবর, এই বর্ষেও বিপুল খরচ হবে প্রধানমন্ত্রীর সফর খাতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022