
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই মহিলা বিজেপি সমর্থককে হেনস্থা কান্ডের অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি গঙ্গারামপুর থানার পুলিশ। একইসাথে এখনও অধরা মূল অভিযুক্ত গঙ্গারামপুর থানার অন্তর্গত নন্দনপুর এলাকার স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের অমল সরকারও।
উল্লেখ্য, গত সোমবার বিজেপিকে সমর্থন করার কারনে বর্বরতার শিকার হন দুই বোন। অভিযোগ, জোর করে তাঁদের জমি কেড়ে নিয়ে সেখানে রাস্তা তৈরির চেষ্টা চালায় শাসক দলের প্রতিনিধিরা। ঘটনার প্রতিবাদ করায় স্মৃতিকনা দাস এবং সোমা দাস নামের ওই দুই মহিলার ওপর শারীরিক অত্যাচার চালান শাসক দলের লোকেরা। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের নেতৃত্বে শাসক দলের একদল যুবক তাঁদের পা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। আহত ওই দুই বোনকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু এই ঘটনার পর তিন দিন কেটে গেলেও ঘটনায় অভিযুক্ত কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023