
নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরে ডিএ নিয়ে দফায় দফায় আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের তরফে সরকারি কর্মচারীদের তাঁদের বকেয়া ডিএ দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে অসহযগিতা করবেন বলেই ঠিক করেছেন অশিকাংশ সরকারি কর্মচারিরা। এমনকি দফতরে দফতরে ‘পেন ডাউন’ অর্থাৎ কর্মবিরতি নিতেও দেখা গিয়েছে। এইবার সেই আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ দুপুরে রাজ্য সরকারের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কিন্তু এতে আরও ফুঁসে উঠেছে ডিএ আন্দোলনকারীরা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মীর সহ সভাপতি স্বপন মন্ডল জানালেন, ‘সরকারের থেকে সব মিলিয়ে ৩৯ শতাংশ ডিএ পান সরকারী কর্মচারীরা। মাত্র ৩ শতাংশ ডিএ মরুভূমিতে এক ফোঁটা জলের মতো।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৩ শতাংশ ডিএ তে চিড়ে ভিজবে না। সরকারের কাছে আন্দোলনকারীরা ভিক্ষা চাইছেন না। তাঁরা তাঁদের অধিকার চাইছেন।’ স্বপন মন্ডল বলেন, বকেয়া ডিএ না পেলে আগামী ১৭ ফেব্রুয়ারি আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন সরকারী কর্মচারীরা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023