
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার দ্বিতীয় দফায় চিন থেকে এবার দেশে ফেরানো হলো ৩২৩ জন ভারতীয়কে ।আজ ভোর ৩.১০ নাগাদ এয়ার ইন্ডিয়া বিমান ৩৩০ জন যাত্রীকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে উড়ে যায়। এরপরেই রবিবার সকাল ৯.৪৫ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি।
করোনা ভাইরাসের জেরে আতঙ্কে সমগ্র চিন। এরইমধ্যে চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্যে তৎপর হয়েছে এদেশের সরকার। আগেই চিনের উহানে পাঠানো হয়েছিল ভারতীয় বিমান বোয়িং ৭৪৭। সেবার দেশে ফেরেন হয় ৩২৪ জন ভারতীয়কে।এবার দ্বিতীয় দফায় দেশে ফিরল ৩২৩ জন ভারতীয়। এদিন ভারতীয় বিমানে ৩৩০ জন যাত্রীর মধ্যে ৭ জন ছিলেন মলদ্বীপের নাগরিক। করোনার আতুড়ঘর চিন থেকে তাঁদের উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রক আবদুল্লা শাহি।এছাড়া চিনে ভারতের দূত বিক্রম মিস্ত্রি এবং সঞ্জয় সুধীর-সহ তাঁদের দলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রক।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023