৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে কী কী বন্ধ থাকছে, দেখে নিন তালিকা

নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই ঘোষণা করা হয়েছিল, রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ

বাড়িয়ে আগামী ৩১ অগস্ট পর্যন্ত করা হচ্ছে। সেইমতো বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, অগস্টের শেষদিন পর্যন্ত রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে কী কী গতিবিধি বা কাজে বিধিনিষেধ থাকছে, তা দেখে নিন –

>রাজ্যের সর্বত্র স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কলেজ, যাবতীয় শিক্ষা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খুলবে না কোচিং সেন্টারও।

>সিনেমা হল, সুইমিং, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম ও অ্যাসেম্বলি হলও রাজ্যের সর্বত্র বন্ধ থাকবে।

>সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, শিক্ষাগত-সহ যে কোনও ধরনের বড় জমায়েতের সারা রাজ্যেই নিষেধাজ্ঞা বজায় থাকবে।

>ইতিমধ্যে যে গতিবিধি এবং কাজে ছাড় দেওয়া হয়েছে, সেগুলির পাশাপাশি আগামী ৫ অগস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগা কেন্দ্র এবং জিম খোলা যাবে। তবে কনটেনমেন্ট জোনে যে যোগা কেন্দ্র এবং জিমগুলি অবস্থিত, সেগুলি বন্ধ রাখতে হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube