
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে সমানে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় প্রথম ২০ হাজারের কাঁটা পেরোলো একদিনে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯০৩ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জন। একদিনে এত সংখ্যক মানুষ আগে সংক্রামিত হননি।
বেড়েছে মৃতের সংখ্যাও, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী পেরিয়ে গেছে ১৮ হাজারের গন্ডি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে৩৭৯ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২১৩। আক্রান্ত ও মৃতের তালিকায় এখনও শীর্ষ স্থানে আছে মহারাষ্চ্র। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮,১৭৮ জনের। এরপরেই আছে রাজধানী দিল্লী, এখানে মৃত্যু হয়েছে ২৮৬৪ জন। মৃতের সংখ্যায় তৃতীয় স্থআনে আছে গুজরাট, এই রাজ্যে মৃত্যু হয়েছে ১৮৮৬ জনের। গত কয়েকমাস থেকেই তামিলনাড়ুতে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, বর্তমানে মৃতের সংখ্যায় চতূর্থ স্থানে আছে এই রাজ্য। তামিলনাড়ুতে বর্তমানে মৃতের সংখ্যা ১৩২১ জন। আক্রান্তের হার দ্রুত বাড়লেও সমস্ত পরিস্থিতিই যে নেতিবাচক তেমনটা নয়। মৃতের সাথে সাথে সুস্থতার হারও বেশি। বর্তমানে দেশে আক্রান্ত ও স্বক্রীয় করোনা আক্রান্তের সংখ্যার থেকে সুস্থ করোনা রোগীর সংখ্যা অনেক বেশি। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৩২ জন। ফলে দেশে মোট সুস্থর সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022