
নিউজটাইম ওয়েবডেস্ক : ২৪ ঘন্টায় সংক্রমণের রেকর্ড গড়ল ভারত। মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা ৯,৯৮৭। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬৬,৫৯৮। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গত ২৪ ঘন্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬৬। বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছেন ১,২৯,৯১৭ জন কোভিড আক্রান্ত। এবং সুস্থ হয়েছেন ১,২৯,২১৪ জন। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা শীর্ষে আছে মহারাষ্ট্র। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৮,৫২৮। তামিলনাড়ুতে এই সংখ্যা ৩৩,২২৯। সমগ্র দেশে মোট সোয়াব নমুনা পরীক্ষা হয়েছে ৪৯,১৬,১১৬ টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ১,৪১,৬৮২টি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022