
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবারের পর ফের সোমবার কেঁপে উঠলো গুজরাটের কচ্ছ অঞ্চল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫। ন্যাশানাল সেন্টার অব সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভুত হয়। গত ২৪ ঘন্টায় এই নিয়ে পর পর দুবার কাঁপল গুজরাটের এই অঞ্চল।
সোমবারের ভুমিকম্পের উৎসস্থল রাজকোটের উত্তর পশ্চিমে ৮৩ কিমি দুরে একটি অঞ্চল বলে জানা যাচ্ছে। রবিবার রাতে যে বাছাউ অঞ্চলে ভূমিকম্প হয়, তা কচ্ছ থেকে বেশ কাছে। কচ্ছ থেকে এই অঞ্চলের দুরত্ব মাত্র ১৫ কিমি। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যা ৮টা ১৩ মিনিট নাগাদ কেঁপে ওঠে গুজরাট। কম্পনের মাত্রা ছিল প্রায় ৫.৮। আতঙ্কে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকে। পূর্বেও ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি রয়েছে গুজরাটের। ২০০১ সালে প্রবল ভূমিকম্প হয় এই রাজ্যে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022