
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৬,৫০৬ জন, যা এখনও পর্যন্ত দেশে সর্বোচ্চ। এরফলে বর্তমানে দেশে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২।
আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে সমান তালে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৫ জন। এর ফলে সমগ্র দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৬০৪ জন। মহারাষ্ট্র এখনও মৃতের সংখ্যায় সর্বোচ্চ স্থানে রয়েছে। এই রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬৭ জনের। এরপরেই আছে রাজধানী দিল্লি, এখানে মৃতের সংখ্যা ৩,২৫৮। মৃতের সংখ্যায় এর পরেই আছে গুজরাত, এই রাজ্যে এখনও মোট মৃতের সংখ্যা ২০০৮ জন। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭৬৫ জনের। তবে দেশে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫ লক্ষ ছুঁই ছুঁই। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৩৫ জন। এর ফলে দেশে মোট সুস্থের সংখ্যা ৪ লক্ষ ৯৫ আজার ৫১২ জন। দেশে করোনার সুচনার সময় থেকেই ধাক্কা সুচারু ভাবে সামলে দিয়েছিল কেরালা। কিন্তু প্রথম থেকেই আশঙ্কার উদ্রেক করছিল মহারাষ্ট্র। ক্রমাগত লাগামছাড়া ভাবে বেড়ে উঠছিল সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৭০০০ মানুষ। এরফলে বর্তমানে এখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩০ হাজার ৫৯৯ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022