
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২০০৩, নতুন করে আক্রান্ত হয়েছে ১০,৯৭৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩,৫৪,০৬৫জন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১১,৯০৩ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ১,৫৫,২২৭ জন। সুস্থ হয়েছেন ১,৮৬,৯৩৫ জন।
মঙ্গলবারের মতই বুধবারও নতুন সংক্রমণের হার ১১ হাজারের কম। তবে মৃতের হার বেড়েছে বেশ খানিকটা। গতকাল অর্থৎ মঙ্গলার ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ছিল ৩৮০ সেই জায়গায় মৃতের সংখ্যা বেড়েছে বিপুল পরিমাণে। ১,১৩,৪৪৫ জন আক্রান্ত নিয়ে শীর্ষে রয়েছ মহারাষ্ট্র। এর মধ্যে চিকিৎসাধীন আছেন ৫০,০৫৭ জন, এবং সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৮৫১ জন। এই রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। এরপর আক্রান্তের হারে দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু, এই রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ৪৮,০১৯।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022