
নিউজটাইম ওয়েবডেস্ক : অপ্রতিরোধ্য হয়ে উঠেছে করোনা ভাইরাসের গতি। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮,৯১৬ জন মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩,৩৬,৮৬১ এ পৌঁছেছে বলে জানাচ্ছে সরকারি পরিসংখ্যান। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, একদিনের মধ্যে দেশে আরও ৭৫৭ জনের প্রাণ কাড়লো করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ভারতে মোট ৩১,৩৫৮ জন মানুষ করোনার কারণে মারা গেছে। ফলে মৃত্যুর নিরিখে বিশ্ব তালিকায় ৬ নম্বরে পৌঁছে গেল ভারত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো এবং ইতালির পিছনেই রয়েছে এই দেশ। পরিসংখ্যান বলছে, ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার এখন ৬৩.৫৩ শতাংশ এবং করোনা পজিটিভের হার ১১.৬২ শতাংশ। শুক্রবার দেশে সর্বাধিক সংখ্যক করোনা পরীক্ষা করা হয়েছে। মোট ৪,২০,৮৯৮ জনের শরীরে থেকে নমুনা সংগ্রহ করে ওই পরীক্ষা করা হয়।
শুক্রবার রাতের মধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে যায়। ওই দিন দেশে রেকর্ড সংক্রমণ হয়, একদিনে ৪৯,৩১০ জন নতুন করোনা রোগীর সন্ধান মেলে। আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষে পৌঁছতে মাত্র ১৭৭ দিন সময় লেগেছে।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022