
নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনে কোভিড কেসের সংখ্যা বাড়ল ৫৬, ২৮২। মারা গেলেন ৯০৪ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪০ হাজার পেরোলো।
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৯৫৫০১। এটি মোট কেসের ৩০.৩১ শতাংশ। সব মিলিয়ে মোট কেসের সংখ্যা ১৯৬৪৫৩৬। সুস্থ হয়ে উঠেছেন ১৩২৮৩৩৬ জন। মারা গিয়েছেন ৪০৬৯৯ জন করোনা অ্যাক্টিভ অবস্থায়। এই মুহূর্তে মৃত্যুহার ২.০৭ শতাংশ। লাগাতার অষ্টম দিন করোনা কেসের সংখ্যা ৫০ হাজারের ওপর হল। গতকাল অ্যাক্টিভ কেসের সংখ্যা কমলেও এদিন বেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২.২১ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। বুধবারে ৬.৬৪ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। গত এক দিনে মহারাষ্ট্রে ৩৩৪ জন মারা গিয়েছেন। ১১২ জন তামিল নাড়ু ও ১০০ জন কর্নাটকে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে। মোট যে ৪০, ৬৯৯ জন মারা গিয়েছেন করোনায়, তার মধ্যে মহারাষ্টেই সর্বোচ্চ (১৬৪৭৬)। দ্বিতীয় স্থানে তামিল নাড়ু ( ৪৪৬১), তৃতীয় স্থানে দিল্লি ( ৪০৪৪)। সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ ( ১৮৪৬)। এখনও পর্যন্ত যারা মারা গিয়েছেন, প্রায় ৭০ শতাংশ কোমর্বিডিটিতে মারা গিয়েছেন করোনা পজিটিভ অবস্থায়। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এদিন হুৃ-এর বৈঠকে বলেন যে প্রথম থেকেই ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ায় করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022