২২ লক্ষ কোভিড টেস্ট সম্পন্ন রাজ্যে! আক্রান্তের সংখ্যা ২ লক্ষের পথে

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্চ থেকে সেপ্টেম্বর। ৬ মাসের এই সময়সীমা বড় কম নয়। অর্ধেক বছর। সেই অর্ধেক বছরেই বাংলা কেন দেশের চালচিত্রটাই পুরো বদলে গিয়েছে। অর্থনীতি থেকে মানসিক স্বাস্থ্য, শিক্ষা, সমাজ সব ভেঙেচুরে মাটিতে নেমে এসেছে। বাংলাও সেই ছবির বাইরে নয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্ব, যোগ্য পদক্ষেপ, সুঠাম প্রশাসন, এই রাজ্যের মানুষকে অনেকটাই বিপদ মুক্ত করে রাখতে পেরেছে অনান্য রাজ্যগুলির তুলনায়। এখানে এখন মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছুঁই ছুঁই করছে। যে গতিতে রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী এক সপ্তাহের মাথায় মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে। তবে মজার কথা এই রাজ্যে ইতিমধ্যেই ২২ লক্ষ মানুষের কোভিড টেস্ট হয়ে গিয়েছে। যার মধ্যে মাত্র ৮ শতাংশের একটু বেশি টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে।
 
সোমবার রাজ্য সরকার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭জন। মারা গিয়েছেন ৫৮জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২১জন। সামগ্রিক ভাবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৮৬৫। মোট মৃত ৩ হাজার ৬২০। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৭ হাজার ২৯জন। রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৫.৪০ শতাংশ। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ২১৬টি। এখন পর্যন্ত রাজ্যে কোভিড টেস্ট হয়েছে ২২ লক্ষ ৯০৬টি। তার মধ্যে সব থেকে বেশি টেস্ট হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, ১ লক্ষ ৩০ হাজার ২৮৯টি। তারপরেই রয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতাল। সেখানে টেস্টের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৫০৩। তৃতীয় স্থানে রয়েছে নাইসেড। সেখানে টেস্ট হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৮৯৪টি স্যাম্পেল।
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube