
নিউজটাইম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর তিনেক আগেই বিদায় নিয়েছেন তিনি। আইপিএল থেকেও সরে গিয়েছেন গত বছরে। এখন ২২ গজ বলতে শুধুমাত্র টি-১০ লিগ। তবে এবার ২২ গজের বাইরেও এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি। কার কথা বলা হচ্ছে সেটাই ভাবছেন তো? তিনি হলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।
২০১১ বিশ্বকাপের নায়ক তথা কিংবদন্তি যুবরাজ সিং এবার পদার্পণ করতে চলেছেন অভিনয় জগতে। তবে কোন সিনেমা নয়, এক নতুন ওয়েব সিরিজে এবার দেখা যাবে তাঁকে। এই ওয়েব সিরিজে যুবির সাথে দেখা যাবে তাঁর স্ত্রী হেজল কিচকেও। যদিও সিরিজের প্রধান চরিত্রে থাকছেননা যুবরাজ। প্রধান চরিত্রে দেখা যাবে যুবরাজের ভাই জোরাভারকে। যুবরাজের মা শবনম সিং-কেও এই সিরিজে দেখা যাবে। মঙ্গলবার গুয়াহাটিতে প্রযোজক সংস্থার তরফে এমনটাই জানিয়েছেন নীতা শর্মা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুবরাজ ও তার পরিবারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। আমাদের লক্ষ্য হল, অসমের উঠতি প্রতিভাদের তুলে ধরা।’ এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুবরাজের মা। নিজের ছেলের সাথে করা প্রথম ওয়েব সিরিজ নিয়ে মা শবনম বলেন, ‘সবাই এবার আসল যুবরাজ ও জোরাভারকে দেখবে। ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছে জোরাভারকে ঘিরে। মা হিসেবে আমার দুই ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023