২২ গজ থেকে এবার ওয়েব সিরিজে অভিষেক এই কিংবদন্তির

নিউজটাইম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর তিনেক আগেই বিদায় নিয়েছেন তিনি। আইপিএল থেকেও সরে গিয়েছেন গত বছরে। এখন ২২ গজ বলতে শুধুমাত্র টি-১০ লিগ। তবে এবার ২২ গজের বাইরেও এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি। কার কথা বলা হচ্ছে সেটাই ভাবছেন তো? তিনি হলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

২০১১ বিশ্বকাপের নায়ক তথা কিংবদন্তি যুবরাজ সিং এবার পদার্পণ করতে চলেছেন অভিনয় জগতে। তবে কোন সিনেমা নয়, এক নতুন ওয়েব সিরিজে এবার দেখা ‌যাবে তাঁকে। এই ওয়েব সিরিজে ‌যুবির সাথে দেখা ‌যাবে তাঁর স্ত্রী হেজল কিচকেও। ‌যদিও সিরিজের প্রধান চরিত্রে থাকছেননা ‌যুবরাজ। প্রধান চরিত্রে দেখা ‌যাবে যুবরাজের ভাই জোরাভারকে। যুবরাজের মা শবনম সিং-কেও এই সিরিজে দেখা ‌যাবে।

মঙ্গলবার গুয়াহাটিতে প্রযোজক সংস্থার তরফে এমনটাই জানিয়েছেন নীতা শর্মা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুবরাজ ও তার পরিবারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। আমাদের লক্ষ্য হল, অসমের উঠতি প্রতিভাদের তুলে ধরা।’ এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুবরাজের মা।

নিজের ছেলের সাথে করা প্রথম ওয়েব সিরিজ নিয়ে মা শবনম বলেন, ‘সবাই এবার আসল যুবরাজ ও জোরাভারকে দেখবে। ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছে জোরাভারকে ঘিরে। মা হিসেবে আমার দুই ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube