
নিউজটাইম ওয়েবডেস্ক : কোর্টরুম থেকে ওরা আজ হাজির ড্রেসিংরুমে। সওয়াল জবাব যুক্তি-তর্কের লড়াই নয়, আজ লড়াই ব্যাট বলের। ক্রিকেটের ২২ গজে একটু অন্য মেজাজে আইনজীবী-বিচারকরা। বার কাউন্সিল আয়োজিত সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামলেন আইনের কারবারীরা।
৮ দলীয় এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আলিপুর কোর্ট, শিয়ালদহ কোর্ট, বার কাউন্সিল, কলকাতা হাইকোর্ট ক্লাব, বার অ্যাশোসিশনের মতো দল। ডিউস বলে লড়াই হল হাড্ডাহাড্ডি। দেখে বোঝার উপায় নেই. সারা বছর আইনের ধারাপাতে সময় কাটে ওদের। কিন্তু ব্যাট বল হাতে পেশাদার ক্রিকেটারদের মতোই মাতিয়ে দিলেন আইনজীবী-বিচারকরা। ক্রিকেটের স্বর্গদ্যানে জমে গেল বার বনাম বেঞ্চের লড়াই।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023