২২গজে করোনার থাবা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার থাবা এবার ক্রিকেট দুনিয়ায়। করোনা-আতঙ্কের কারণে আপাতত স্থগিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ ক্রিকেট ম্যাচ। এই ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশের  জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল  এই ক্রিকেট ম্যাচটি। আইপিএল নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। বিদেশি প্লেয়ারদের অংশগ্রহণ নিয়ে সংশয় বাড়ছে।

যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার বলে আসছেন যে আইপিএল নির্ধারিত সূচি মেনে ২৯ মার্চ শুরু হবে। করোনার প্রভাব টুর্নামেন্টে পড়বে না। করোনা ঠেকাতে সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে বোর্ড।
গত রবিবার বাংলাদেশে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপরই ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রশাসন। এমনকী পাশাপাশি বাংলাদেশ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে ম্যাচ স্থগিত রাখার খবর জানানো হয়েছে। এমনকী জিম্বাবোয়ের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজের কম সংখ্যক টিকিট বিক্রয় করা হবে বলে জানিয়েছে বি সি বি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube