
নিউজটাইম ওয়েবডেস্ক : যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করছে ভারতীয় রেল। বর্তমানে যে ৩১০টি ট্রেন চলছে, তার সঙ্গে আরো কুড়ি জোড়া বিশেষ ক্লোন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ২১ তারিখ থেকেই শুরু হচ্ছে ক্লোন ট্রেন।
এই প্রথম ক্লোন ট্রেন চালাবে রেল মন্ত্রক। এই মাসের শুরুতেই রেলের তরফে ঘোষণা করা হয় যেই রুটে চাপ বেশি সেখানে ক্লোন ট্রেন চালানো হবে। ওয়েটলিস্ট দেখে সেই রুটগুলি নির্ধারণ করা হবে। এদিন রেল জানায় ৪০টি ক্লোন স্পেশাল ট্রেন চালানো হবে। এগুলি সম্পূর্ণ ভাবে সংরক্ষিত থাকবে ও সীমিত স্টেশনে এগুলি থামবে। দশদিন আগে থেকে বুকিং শুরু হবে। ২১ তারিখের ট্রেনের জন্য ১৯ তারিখ বুকিং শুরু হবে। রেলমন্ত্রক জানিয়েছে ক্লোন ট্রেনে অধিকাংশ কোচই এসি থ্রি-টায়ার হবে।এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞাপন দেওয়া হবে জনগণকে অবহিত করার জন্য, বলে জানিয়েছে রেল।এই ট্রেনগুলির গতি বর্তমানে চলা বিশেষ ট্রেনের থেকে বেশি থাকবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022