
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশে ২১ দিন লকডাউনের সিদ্ধান্তের কথা ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই ২১ দিনে বলবৎ থাকবে সমস্ত জরুরি পরিষেবা। অতি প্রয়োজনীয় জিনিসপত্রের যাতে ঠিকমতো জোগান পান সাধারণ মানুষ, সেবিষয়েও কেন্দ্র সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
করোনা মোকাবিলায় রবিবার দেশ জুড়ে জনতা কার্ফু ঘোষনা করেছিলেন নরেন্দ্র মোদী। এরপরেই প্রথম দফায় দেশের ৩০ টি জেলায় লকডাউন ঘোষনা করে মোদী সরকার। তবে মঙ্গলবার আরও একধাপ এগিয়ে রাত ১২ টা থেকে সারা দেশে জুড়ে ২১ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কিন্তু এর আগে লকডাউনের ফলে বিভিন্ন বাজারে খাদ্যশস্যের সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছিল। পেটের দায়ে মুদির দোকান থেকে শুরু করে সবজি বাজারে লাইনে দাড়িঁয়েছিলেন বহু মানুষ। আগে থেকে পাওয়া সেই অভিজ্ঞতার ভিত্তিতে এদিন ২১ দিন যাবৎ লকআউট ঘোষনা করার পর প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বাস দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023