‘২১ দিনেই বাজিমাত করবো আমরা’- আশাবাদী মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : মহাভারত জয় করতে পাণ্ডবদের সময় লেগেছিল ১৮দিন। করোনাভাইরাসের জিততে তার থেকে তিনদিন বেশি সময় লাগবে ভারতবাসীর। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর মানুষের সঙ্গে বুধবার ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছিলেন মোদী। সেখানে তিনি বলেন, ‘মহাভারতের যুদ্ধ জিততে ১৮ দিন সময় লেগেছিল। করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জে ২১ দিন সময় লাগবে। ভগবান কৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধ জয়ে পথ দেখিয়েছিলেন। আজ দেশের ১৩০ কোটি মানুষ সেই পথ দেখাচ্ছেন।

মোদী আরও জানান, আজ বুধবার চৈত্র নবরাত্রির প্রথমদিনে করোনার বিরুদ্ধে মোকাবিলা ও যুদ্ধ জয়ের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। বারাণসীর মানুষের ক্ষমতা নিয়ে প্রশংসা করেন তিনি। বলেন, দেশের বাকি অংশকে সংযম, সংকল্প এবং দয়ার গুরুত্ব শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কাশি অর্থাৎ বারাণসী।

সেইসঙ্গে তিনি বলেন, ‘২১ দিনে আমরা এই যুদ্ধজয় করব। এই সময় সোশ্যাল ডিসটেনসিং খুব জরুরি। তবে করোনার জবাব দেব করুণা দিয়ে। গরীবদের পাশে দাঁড়ালেই তা সম্ভব। গরিব, বড়লোক সকলেরই এই সমস্যা-করোনাভাইরাস।’ জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপ নম্বর ৯০১৩১৫১৫১৫ এর মাধ্যমে সেবার সঙ্গে জুড়ুন সকলে। নমস্তে লিখলেই সঙ্গেসঙ্গে উত্তর পাবেন।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube