২১ এ ক্ষমতায় থাকলে বিনামূল্যে রেশন-শিক্ষা-স্বাস্থ্য পরিষেবা পাবেন বাংলায় মানুষ: মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : “২০২১ সালের ২১ মে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে, বহিরাগতরা বাংলা চালাবে না, ক্ষমতায় আসবে তৃণমূলই”, এবছর শহিদ দিবসের ভার্চুয়াল সমাবেশ থেকে দলের কর্মী-সদস্যদের প্রতি জোরগলায় আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণকে সাবধান করে তৃণমূল নেত্রী বলেন যে, ভুল করে কোনওদিন যদি বিজেপিকে বিশ্বাস করেন তবে জীবিকা তো যাবেই, জীবনও হারাবেন মানুষ। বাংলাকে ভেঙে টুকরো হওয়া থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। “২১ জুলাই দিচ্ছে ডাক, বিজেপি বাংলা থেকে বিদায় যাক”, স্লোগান দেন তিনি। ২০২১ তৃণমূল কংগ্রেসই ফের বাংলায় সরকার গড়বে, বলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি শহিদ দিবসের সমাবেশ থেকে বড়সড় প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২১ এ ক্ষমতায় থাকলে বিনামূল্যে রেশন-শিক্ষা-স্বাস্থ্য পরিষেবা পাবেন বাংলায় মানুষ।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube