২০২৩-এ তান্ত্রিকতায় ‘শিশুবলি!’ অগ্নিগর্ভ তিলজলা

তিন বার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায় । এরপর সন্তান লাভের আশায় তান্ত্রিকের কথা শুনে প্রতিবেশী এক ৭ বছরের শিশু কন্যাকে খুন করে নিঃসন্তান অলোক কুমার সাউ । সূত্রের খবর, শুধু খুনই নয়, মৃত্যুর আগে শিশু কন্যাকে নির্যাতনও করা হয়েছিল । তিলজলায় এই ঘটনার মূল অভিযুক্ত অলোক কুমার সাউকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরার মুখে পড়ে নিজেই সব স্বীকার করেছেন অভিযুক্ত । অভিযুক্ত তান্ত্রিক ঘটনার বীভৎসতা বুঝতে পেরে আগেই পালিয়েছে । তবে তান্ত্রিককে ধরতে বিহারে কলকাতা পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে ।

তিলজলায় একই আবাসনের বাসিন্দা মৃতা শিশুকন্যা ও অভিযুক্ত অলোক কুমার সাউ । গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু কন্যাটি । রাতে প্রতিবেশী অলোক কুমারের ফ্ল্যাট থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় শিশুর দেহ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগে খুন করে তাঁর দেহ, হাত, পা বেঁধে বস্তার মধ্যে ফেলে রাখা হয় । শিশুটির পরিবার সূত্রে খবর, রবিবার সকালে তাকে আবর্জনা ফেলার জন্য আবাসনের নীচে যেতে বলা হয়েছিল । তখনই তাকে ঘরে ধরে নিয়ে দো’তলার ফ্ল্যাটে নিয়ে যায় অলোক । তারপরে ঘরের ভিতর নির্যাতন চালানো হয় তাঁর উপর ।

এই ঘৃণ্য ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই বিক্ষোভ-প্রতিবাদ দেখাতে থাকেন এলাকাবাসীরা । সোমবার সকালে বন্ডেলে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তিলজলার বাসিন্দারা । রাস্তায় একটি বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মানুষজন । এরপরে বুকে পোস্টার লাগিয়ে রাস্তায় বসে স্লোগানও দিতে দেখা যায় অনেককেই । বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তরা যথার্থ শাস্তি না পেলে তারা লাগাতার প্রতিবাদ করতে থাকবেন । এই ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছে সবাই ।

এরপরে উত্তেজিত জনতা রাস্তায় থাকা একটি ম্যাটডোর ও একটি বাইক জ্বালিয়ে দেয় । আগুন নেভাতে দমকল এলে দমকলে ইটপাথর ছোঁড়েন বিক্ষোভকারীরা । সব মিলিয়ে গোটা ঘটনায় অগ্নিগর্ভ অবস্থা তিলজলায় ।

২০২৩ সালে দাঁড়িয়ে তান্ত্রিকতার জেরে এমন জঘন্য ঘটনা একেবারেই কাম্য নয় । তবুও ঘটল এমন ঘটনা । আর এই ঘটনায় সমাজের কালো দিকটা সামনে উঠে আসছে সকলের । সত্যিই কী কেউ সুরক্ষিত এই সমাজে? প্রশ্নের মুখে সবাই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube