
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় ২০০ কেজিরও বেশি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট থেকে এই কচ্ছপ উদ্ধার করে পুলিশ কর্মীরা। ভোজেরহাট থেকে একটি গাড়িতে করে কচ্ছপ গুলি বসিরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পোলেরহাটে ওই গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করে। এর পরই একের পর এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।
কি কারণে এত কচ্ছপ বসিরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল আর কোথা থেকেই বা ভোজেরহাটে এত কচ্ছপ এলো তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বনদপ্তরের আধিকারিকদের খবর দেয়া হয়েছে। কচ্ছপগুলি বনদপ্তর এর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। ধৃত দুজনকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে পুলিশ কর্মীরা।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023