১ লক্ষ টাকার অনুদানের জন্য ট্রোলড ভক্তদের কাছে মাহী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় অতন্দ্র প্রহরীর মত কাজ করছে সমগ্র দেশের ভূমিকার মানুষ অর্থ অথবা ত্রান দিয়ে সাহা‌য্য করছে এই পরিস্থিতির মোকাবিলায়। রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সমাজের নানান স্তর থেকে নানান ইতিমধ্যেই ক্রীড়া জগতের বেশ কিছু তারকা দেশের তৃণমূল স্তরের মানুষের সাহা‌যার্থে দান করেছেন অর্থ। এমনকি চালও বিলি করছেন কেউ কেউ।

সেই দলে এবার নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনী। অন্যরা এই সাহা‌য্য করার ফলে, তাঁদের ভক্তদের থেকে বাহবা পেলেও, একেবারে অন্যরকম প্রতিক্রিয়া হল মাহীর ক্ষেত্রে। ট্যুইটারে উঠলো সমালোচনার ঝড়। ৮০০ কোটি টাকার মালিক হয়েও, ১০০ টি পরিবারের ১৪ দিনের খরচ হিসেবে মাহির দান করা অর্থের অঙ্ক শুধুমাত্র ১ লক্ষ টাকা।  এই নিয়েই ট্যুইটারে ট্রোল হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন সচিন তেন্ডুলকর, এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও দান করেছেন ৫০ লক্ষ টাকার চাল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube