
নিউজটাইম ওয়েবডেস্ক : পয়লা জুন থেকে আম জনতার জীবনে বদলাতে চলেছে একাধিক জিনিস ৷ এর মধ্যে রেল, বাস, রেশন কার্ড ও এয়ারলাইন সংক্রান্ত বদল সামিল রয়েছে ৷ এর মধ্যে বেশ কিছু জিনিস এতদিনের লকডাউনের পর শুরু হতে চলেছে ৷ ফলে কিছু জিনিসের যেমন দাম বাড়বে, সস্তা হবে কিছু জিনিস ৷ করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে এখনও লকডাউন চলছে ৷ দেখে নেওয়া যাক পয়লা জুন থেকে কী কী বদলাতে চলেছে।
১ জুন থেকে চলবে ২০০ ট্রেন- করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন ৷ দেশের বিভিন্ন প্রান্ত আটকে রয়েছে বহু মানুষ ৷ তাদের কথা মাথায় রেখে ভারতীয় রেল পয়লা জুন থেকে ২০০ ট্রেন চালাবে ৷ ২০০টি ট্রেন নন এসি হবে ৷ রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন, ভারতীয় রেল পয়লা জুন থেকে টাইম টেবলের হিসেবে প্রতিদিন ২০০ নন এসি ট্রেন চালাতে চলেছে ৷ এই ট্রেনের বুকিং শীঘ্রই শুরু করা হবে ৷ তবে এই ট্রেনগুলির রুট সংক্রান্ত কিছু জানানো হয়নি । ১ জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম- কেন্দ্র সরকার পয়লা জুন থেকে এর রাষ্ট্র এক রেশন কার্ড যোজনা দেশের ২০টি রাজ্যে চালু করতে চলেছে ৷ এরপর থেকে এই ২০ রাজ্যে রেশন কার্ড হোল্ডাররা দেশের যে কোনও প্রান্তে যে কোনও সরকারি রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ কেন্দ্র সরকারের এই যোজনায় লাভবান হতে চলেছে গরিব মানুষেরা ৷ দাম বাড়তে চলেছে পেট্রোলের- লকডাউন ৪- এ বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ বেশ কিছু রাজ্যে পাবলিক ও প্রাইভেট ট্রান্সপোর্ট চালু করে দেওয়া হয়েছে ৷ এর জেরে পেট্রোলের চাহিদা বাড়তে চলেছে ৷ ফলে দাম বাড়বে পেট্রোলের বলে মনে করা হচ্ছে ৷Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022