
নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি সংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছন তিনি। এবার করোনার কবলে পড়লেন জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া। একইসাথে তাঁর মা মাধরী রাজে সিন্ধিয়াও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁদের দুজনকে দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী ১৯ জুন যে ১৮ আসনে রাজ্যসভায় ভোট গ্রহন হবে সেখানকার একজন প্রার্থী ছিলেন জ্যোতিরাদিত্যা। কিন্তু তার আগেই করোনা তাঁর শরীরে থাবা বসায়। করোনার একাধিক উপসর্গ নিয়ে দিনকয়েক আগে আসপাতালে ভর্তি হয় জ্যোতিরাদিত্য। অল্প জ্বর ও গলায় ব্যাথা থাকায় তাঁর কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরেই জ্যোতিরাদিত্যের সংস্পর্শে আসার কারনে কোন উপসর্গ ছাড়ায় তাংর মা মাধবী দেবীরও নমুনা পরীক্ষা করা হয়। তাঁরও রিপোর্ট পজেটিভ আসে। প্রসঙ্গত, ইতিমধ্য়েই করোনার উপসর্গ নিয়ে সেল্ফ আইসোলেশনে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর করোা পরিক্ষাও করানো হয়। কিন্তু রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত নন।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023