১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে, জানালো সুপ্রিম কোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রত্যেক রাজ্য সরকার তার রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের  চিহ্নিত করে তাঁদের নিজের শহরে পাঠানোর ব্যবস্থা করুক, মঙ্গলবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমন কথাই বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি করোনা ভাইরাসের লকডাউন চলাকালীন সেই বিধিনিষেধ লঙ্ঘন করেছে এমন পরিযায়ীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে, মানবিক দিক থেকে বিবেচনা করে সেগুলোও প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ীদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করুক, এমন পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ওই পরিযায়ী  কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্যেও একটি প্রকল্প তৈরি করা প্রয়োজন, মনে করতে সর্বোচ্চা আদালত। কোন কোন পরিযায়ী শ্রমিক কী কী কাজে দক্ষ তারও একটি তালিকা তৈরি করা হোক, এই নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে।

সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং এম আর শাহ, এই তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার ওই নির্দেশ দেয়। এর আগেও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে, পরিযায়ীদের ট্রেন বা বাসে করে বাড়ি ফেরার জন্য যেন তাঁদের কাছ থেকে কোনও টাকা নেওয়া না হয় এব্যাপারে তৎপর হোক সব রাজ্যের সরকার। পাশাপাশি বাড়ি ফেরার সময় যাতে পরিযায়ীরা খাবার ও জল পান সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube