১৫ জুন থেকে লকডাউন আরও কড়া! খোলসা করল কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ আড়াই মাসের পর ধাপে ধাপে উঠেছে লকডাউন। বর্তমানে আনলক ১.০-এ বহু ক্ষেত্রেই মিলেছে ছাড়পত্র। ঝাঁপ খুলেছে রেঁস্তোরা থেকে শুরু করে হোটেলেরও। কিন্তু এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে কড়া লকডাউন জারি নিয়ে। একইসাথে শোনা গিয়েছে এবারের লকডাউনে আগের মতোই ফের বন্ধ করে দেওয়া হবে রেল ও বিমান পরিষেবা। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়েছেন সাধারণ মানুষ। যদিও এবিষয়ে সরাসরি সরকারের তরফে কিছু বলা হয়নি।

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নাম নিয়ে প্রচারিত এই খবরের সত্যতা ঠিক কতখানি। তা নিয়েই বর্তমানে উঠছে হাজারো প্রশ্ন। যখন এক এক করে সবকিছুতে ছাড়পত্র দিচ্ছে সরকার, তখন কিভাবে নতুন করে কড়া ভাবে জারি হতে পারে লকডাউন? এই ধরনের প্রশ্নও শোনা গিয়েছে। কিন্তু এবার সেবিষয়ে মুখ খুলল মোদি সরকার। কেন্দ্র সরকারের তরফে সাফ জানানো হয়েছে, ১৫ জুন থেকে লকডাউন কড়া করার যে খবর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তা একেবারে ভুঁয়ো। এবিষয়ে সত্য তথ্য দিয়ে টুইটারে বয়ান দিয়েছে PIB Fact Check। কেন্দ্র সরকারের কথায়, ১৫ জুন থেকে যেমন কড়া হচ্ছেনা লকডাউন  তেমনই বন্ধ করা হবেনা ট্রেন ও বিমান পরিষেবাও। গত ১ জুন থেকে আনলক ১.০ শুরু হয়েছে। এখনও দুটি ধাপে লকডাউন তোলা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, আনলক ১.০ তেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়ে চলছে মৃত্যুর হারও। ইতিমধ্যেই দেশে করোনার আক্রান্তের সংখ্যা ২, ৮৬, ৫৭৯। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৮,১০২ জন। অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা থাবা বসিয়েছে মোট ৯,২৯৮জনের শরীরে। মৃতের সংখ্যা ৪৩২।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube