১৫ই জুলাইয়ের মধ্যে সিবিএসইর ফল, আগের পরীক্ষার নম্বর অনুপাতে হবে মূল্যায়ন

নিউজটাইম ওয়েবডেস্ক : দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষা গুলি এখন হবে না, জানাল সুপ্রিম কোর্ট। এর সাথে সিবিএসইর দেওয়া পরামর্শ অনু‌যায়ী আগের পরীক্ষার ফল মূল্যায়ন করে তার ভিত্তিতে এই দুই শ্রেণির পড়ুয়াদের পরীক্ষার ফলাফল ঘোষণার কথাও মেনে নিল সর্বোচ্চ আদালত। বিচারপতি এন এম খানউইলকারের নেতৃত্বে থাকা বেঞ্চের তিন বিচারপতি জানিয়েছেন আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করার নির্দেশ দিল সিবিএসই।

সিবিএসইর তরফ থেকে এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। সিবিএসই এবং আইসিএসই এই দুই বোর্ডই এই মূল্যায়ন পদ্ধতি মেনে নিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছিল ‌যে কয়টি বিষয়ে পড়ুয়ারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনু‌যায়ী বাকি সমস্ত বিষয়গুলিতে নম্বর দেওয়া হবে।

এ বিষয়ে সিবিএসইর পরীক্ষার নিয়ামক সন্যম ভরদ্বাজ জানান, এখনও প‌র্যন্ত ৩ টি বিষয়ে পড়ুয়ারা পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ‌যে দুটি বিষয়ে তারা বেশি নম্বর পেয়েছে তার গড় করে আকি বিষয়ে তাদের নম্বর দেওয়া হবে। এই বিষয়ে আইসিএসই ও নীতিগত ভাবে এই নিয়ম অনু,রণ করবে বলে জানিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube