
নিউজটাইম ওয়েবডেস্ক : কথায় আছে প্রেম নাকি বয়স মানেনা। আরও একবার এই মন্তব্যকে সত্য প্রমান করলেন পূর্ব বর্ধমানের ভাতারের এই গৃহবধূ। তবে তার পরিণতি হল অত্যন্ত মর্মান্তিক। বয়সে ছোট যুবকের সঙ্গে বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। কিন্তু নানা টানাপড়েনের জেরে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হলেন প্রেমিক যুবক। ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাতার এলাকায়।
সুত্রের খবর, জয়ন্ত সিং নামের ওই আত্মঘাতী প্রেমিকের বয়স ২৪ বছর। তাঁর বাড়ি ভাতারের খেড়ুর গ্রামের পালপাড়ায়। বছর ২৪-এর অবিবাহিত জয়ন্ত সিংয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পম্পা রায়। জয়ন্ত তাঁর থেকে ১১ বছরের ছোট। শুধু তাই নয় পম্পার এক ছেলে ও এক মেয়েও আছে। জয়ন্ত সিংয়ের সঙ্গে সম্পর্ক আর টিকিয়ে রাখতে না চাওয়ায় দুজনের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। সম্প্রতি প্রেমিকের সাথে মেলামেশা বন্ধ করে দেন পম্পা। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি জয়ন্ত। এরপরেই কোন উপায় না পেয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে পম্পাকে শ্বাসরোধ করে খুন করেন ওই যুবক। তারপর মৃতদেহটি বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে নিজে আত্মঘাতী হন। এদিন সকালে প্রতিবেশীরা পম্পা রায়ের দেহ ভাসতে দেখেন পুকুরে। অব্যদিকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয় জয়ন্তর দেহ। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে ভাতার থানার পুলিস। মরদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023