১০ বছর পর আবশেষে ভাঙছে কঙ্কণা-রণবীরের বিয়ে, আদালতে দায়ের মামলা

নিউজটাইম ওয়েবডেস্ক :

দীর্ঘ পাঁচ বছর আলাদা থাকার পর অবশেষে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন কঙ্কণা সেনশর্মা এবং রণবীর শোরে। ১০ বছর হল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকাজুটি। কিন্তু জীবনের বাকি পথ চলার পরিবর্তে মাত্র কয়েক বছরের মাথায় একে অপরের হাত ছাড়লেন কঙ্কণা-রণবীর।

জানা গিয়েছে কঙ্কণা ও রণবীর ‌যখন আলাদা থাকার সময় নতুন করে একে অপরের সাথে ‌জীবন শুরু করার জন্য কাউন্সেলিং করান। কিন্তু তাতেও সমস্যার কোন সমাধান ঘটেনি। তাই শেষমেশ নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন আইনতভাবে তাঁরা বিবিহ বিচ্ছেদ করবেন। ‌এর ‌যেমন ভাবনা ঠিক তেমন কাজ। এরই মধ্যে সমস্ত আইনি কাগজপত্র তৈরি হয়ে গেছে। মাস ছ’এক এর মধ্যে আইনত ভাবে বিচ্ছেদর প্রক্রিয়াও সম্পন্ন হবে।

২০১০ সালে বলিউড অভিনেতা রণবীর শোরেকে বিবাহ করেন অপর্ণা সেনের মেয়ে কঙ্কণা। দাম্পত্য জীবনের শুরুর দিকে তাদের মধ্যে কোন সমস্যার কথা সেভাবে প্রকাশ না করলেও পাঁচ বছর পর তাঁদের তিক্ততার কথা প্রকাশ্যে আসে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘তিতলি’ ছবিটি। এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কঙ্কণার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে ইঙ্গিত দেন রণবীর। ‌যদিও এই বিবাহ বিচ্ছেদের কারন হিসাবে তিনি নিজেকেই কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন। তখনই জানা ‌যায় ‘তিতলি’ মুক্তির আগে জুন মাস থেকেই এই তারকাজুটি আলাদা থাকছেন।তখন থেকে দীর্ঘ পাঁচ বছর একে অপরকে ছেড়ে রয়েছেন কঙ্কণা-রণবীর। অবশেষে ৫ বছর পর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন তারকাজুটি।

এই তারকাজুটির একটু পুত্রসন্তান রয়েছে। ফেলে হারুনের সমস্ত দায়িত্ব ভাগ করে নিয়েছেন কঙ্কণা ও রণবীর। তবে কঙ্কণা ও রণবীরের এই বিবাহ বিচ্ছেদের কাহিনি আর পাঁচটা কাহিনী থেকে একেবারেই আলাদা বলে জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠরা। তাঁদের বিচ্ছেদ বেশ খানিকটা বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে বলেই দাবি করেছেন তাঁরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube