
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষ সব রকমের সতর্কতা মেনে মেট্রো চালাতে চাইছেন। কিন্তু তার জন্য যে সব পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তার জেরে এখন আশঙ্কা দেখা দিয়েছে এবার যাদের জন্য এই পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে সেই যাত্রীরাই না মুখ ঘুরিয়ে নেন। কারন একে তো সিট বুকিংয়ের জটিল পদ্ধতি অনেক সাধারন মানুষেরই বোধগম্যতার বাইরে তারওপর এখন আবার মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। স্বাভাবিক ভাবেই এত কিছু দেখে ঠিক কতজন যাত্রী মেট্রোতে যাতায়াত করতে চাইবেন সেটা নিয়েই এবার প্রশ্ন উঠে গেল।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, দিনের ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর ও বাকি সময় ১৫ মিনিট অন্তর ট্রেন চালাতে চাইছেন তাঁরা। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১.৩০ এবং বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপ এবং ডাউনলাইনে মেট্রো চলবে ১০ মিনিট অন্তর। দিনের বাকি সময় মানে সকাল ৮টা থেকে ৯টা, সাড়ে ১১টা থেকে সাড়ে ৪টে এবং ৭টা থেকে ৮টার মধ্যে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। কর্তৃপক্ষের তরফে এটাও জানানো হয়েছে যে মেট্রো রেলের বহু কর্মী লোকাল ট্রেন না চলাচল করার জন্য আসতে পারছেন না। তাই তাঁদের কর্মীসংকট চলছে। তাই এই পরিস্থিতিতে যতটা কম সম্ভব ট্রেন চালাতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। পরে যাত্রী বুঝে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর নিটের পরীক্ষার্থীদের জন্য পরিষেবা শুরু হলেও ১৪ তারিখ থেকেই যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। ই-পাসের মাধ্যমে টিকিট বুক করা যাবে ১২ ঘণ্টা আগে। অর্থাৎ রাত ৮টার পর পরের দিনের টিকিট কাটা যাবে। একটি নির্দিষ্ট লিংকের মাধ্যমে ই-পাস দেওয়া হবে। ওই লিংকে ক্লিক করে যাত্রীকে নিজের নাম, পরিচয়, যাত্রার সময় এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে তিনি যেতে চান, তা জানাতে হবে। এরপর ই-পাস পাঠানো হবে সেই যাত্রীর মোবাইলে। যা আদতে একটি কিউ আর কোড। ওই কোডের রং দেখেই মেট্রোর প্রবেশপথে থাকা রক্ষীরা বুঝতে পারবেন, সেই যাত্রীর কাছে মেট্রোযাত্রার বৈধ অনুমতি রয়েছে কি না। কোন সময়ে কী রঙের কিউ আর কোড দেওয়া হবে, তা গোপন রাখা হবে। নির্দিষ্ট ‘স্লট’ শুরু হওয়ার আগে প্রবেশপথের রক্ষীদের শুধু তা জানানো হবে। ১২ ঘণ্টার জন্য ১২টি রং ঠিক করা হচ্ছে। সেই রং ঠিক করার কাজ চলছে এখন। যাত্রীদের কাছে সিট বুকিংয়ের লিংক পৌঁছে দিতে মেট্রোর নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ এবং রাজ্য পরিবহণ দপ্তরের ‘পথদিশা’ অ্যাপটি কাজে লাগানো হবে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022