
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার করাল গ্রাসে বিধ্বস্ত গোটা বিশ্ব। করোনা মহামারীর অন্ধকারে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়া, পুরো দিনটাই যেন এখন কেটে যাচ্ছে দুঃসংবাদের মধ্যে দিয়ে। তারই মধ্যে এবার নতুন করে আমাদের জন্য এক খুশির খবর বয়ে আনলেন ১০৩ বছরের এক বৃদ্ধা। জেনি স্টেজনা নামের ওই বৃদ্ধার গত ৩ সপ্তাহ আগে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এই মারণ ভাইরাসের সাথে লড়াই চালিয়ে অবশেষে জয়ী হয়েছেন ১০৩ বছরের এই বৃদ্ধা।
জানা গিয়েছে করোনা পজেটিভ আসার পর মূলত বয়েসের কারনে তাঁর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। এমনকি জেনি স্টেজনাকে শেষ বারের মতো বিদায় জানাতে হবে বলে তাঁর পরিবারের সকলেই হাসপাতালে ডেকে পাঠানো হয়। স্টেজনা তিনজন নাতি-নাতনি রয়েছে। করোনা সংক্রমণের কারনে তাঁদের আলাদা ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে স্টেজনার শারীরিক দেখভালের জন্য সবসময় একজন চিকিৎসাকর্মীকে তাঁর কাছে রাখা হয়েছিল। এদিন ঠাকুমার শারীরিক অবস্থার অবনতির কথা শুনে স্বামী ও চার বছরের মেয়েকে নিয়ে স্টেজনাকে বিদায় জানাতে চলে আসেন তাঁর নাতনি শেলি গুন। কিন্তু তাঁদের সকলকে তাক লাগিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়ায় চালিয়ে নতুন জীবন লাভ করেন জেনি স্টেজনা। শেলি গান জানালেন, ‘উনি চিরকালই প্রাণবন্ত। কোনও পরিস্থিতিতেই কখনও হার মানেননি।’ ঠাকুমাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে দেখে তিনি আরও বলেন, ‘আমাদের এই পুরাতন দিনের ঠাকুমা করোনা ভাইরাসকে একপ্রকার মারধর করেছে। আমরা সত্যি খুব কৃতজ্ঞ।’ মৃত্যুকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার পরেই এদিন জয়া হওয়ার আনন্দকে কোল্ড বিয়ারে চুমুক দিয়ে সেলিব্রেট করেন জেনি স্টেজনা।Latest posts by news_time (see all)
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023
- ফের পথ দুর্ঘটনা - June 1, 2023
- ভোটের রাজনীতিতে ক্ষুন্ন শ্রমিক স্বার্থ, সরব আইএনটিটিইউসি-র সম্পাদক - May 31, 2023