১০০ শতাংশ হাজিরা চায়, পুরকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা ফিরহাদের

নিউজটাইম ওয়েবডেস্ক : আনলেকর প্রথম ধফায় সরকারি-বেসরকারি সমস্ত কর্মীদের ফের কাজে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই মর্মে সোমবার থেকে করোনা আতঙ্ককে উড়িয়ে পুরোদমে নিজ নিজ কাজে যোগদান করেছেন। কিন্তু এখনও পর্যন্ত শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সোমবার লালবাড়ির অন্দর শুরু হয় নানান জল্পনা। যা নজর এড়ায়নি ফিরহাদ হাকিমেরও। এরপরেই সাথে সাথে তিনি এবিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান। 

১০০ শতাংশ হাজিরার চক্করে আজ সকাল থেকেই পুরকর্মীরা উপস্থিতি হয়েছেন অফিসে। সরকারি ও বেসরকারি বাসের উপর ভরসা হারিয়ে অনেকেই নিজের পকেট ফাঁকা করে প্রাইভেট কাড়ি আবার অনেকে দূর-দূরান্ত থেকে বাইকের ভরসায় লালবাড়িতে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু এবার দূর থেকে আগত কর্মচারীদের কথা চিন্তা করে তাঁদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হল। সেই মর্মে আগামীকাল থেকেই বিভিন্ন পিক আপ পয়েন্ট থেকে সেই বিশেষ বাসগুলি পাবেন কর্মীরা। এদিন এমনটাই জানালেন পুরবোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম। 

তবে এখানেই শেষ নয়, পুরকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে আরও বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যথাঃ

  • শহরের বাইরে বা দূর থেকে আসা কর্মীদের জন্য নির্দিষ্ট পয়েন্টে পিক আপ পরিষেবা চালু করা।
  • সামাজিক দূরত্ব বজায় রাখতে বসার ব্যবস্থার পুনর্বিন্যাস
  • আউটডোরে যাঁরা কাজ করেন তাঁদের আপাতত আউডোরেই রাখা
  • পুরসভায় আসা সাধারণ মানুষের থেকে কর্মীদের দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা।
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube