
নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও পর্যন্ত ৯৯ শতাংশই চিনের বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে চিনের বাইরেও দিন দিন বেড়েই চলেছে করোনার আতঙ্ক। যদি ঠিকভাবে নিয়ন্ত্রনে না রাখা যায় তাহলে প্রায় ৬০ শতাংশ বিশ্ববাসীর ওপর থাবা বসাতে পারে এই করনা। শেষ পাওয়া খবর অনুযায়ী শুধুমাত্র হুবেই প্রদেশেই করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০৮ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৭৮-তে। এবং বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১১০ জনের।
তবে এই ৯৯ শতাংশের মধ্যে বাকি যে ১ শতাংশ রয়েছে তাঁদের মধ্যেই আসল আতঙ্ক লুকিয়ে রয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কারন এই ১ শতাংশ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকার কারনে অন্যদের শরীরে প্রতিনিয়ত এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৪২,৬৩৮। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট শি চিনফিং জানিয়েছেন, এই ভাইরাস মোকাবিলা ও নিয়ন্ত্রণে তাঁরা যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল তাতে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রধান এই ভাইরাসের একটি আনুষ্ঠানিক নামও দিয়েছেন, তা হল, কভিড-১৯ (Covid-19)। বিশেষজ্ঞদের মতে, ‘সাধারণ ভাবে যদি ধরা যায় এক জন আক্রান্তের শরীর থেকে এই ভাইরাস গড়ে দুইয়ের বেশি মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে, তা হলেই বোঝা যাবে আক্রান্তের সংখ্যা কতটা বিপুল হতে পারে। ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ ভাইরাসের সংস্পর্শে এসে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’ কিন্তু এই ভাবে আর কতদিন? কবে সমগ্র দেশ থেকে বিদায় নেবে এই ভাইরাসের আতঙ্ক? কতদিন পর আবার স্বাভাবিক হবে পরিস্থিত? এইসব একাধিক বিষয়েই এখন উঠছে প্রশ্ন।তবে দু:খের বিষয় হল এই পদ্ধতিতে ভাইরাসকে আদৌ আটকানো সম্ভব কি না, সেটাও এখনও নিশ্চিত ভাবে কেউ বলতে পারছেন না। সুতরাং থেকেই যাচ্ছে করনা নিয়ে একাধিক ধোঁয়াশা।Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023