হ্যাট্রিকের পথে কেজরিওয়াল

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে  জয়ের পথে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। সকালে গণনা শুরু হতেই অনেকটা এগিয়ে ছিল আপ। বেলা যত গড়াচ্ছে বাড়ছে ব্যবধান। দলীয় কার্যালয়ে ভিড় করেন উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকরা।

নয়াদিল্লি কেন্দ্রে এগিয়ে অরবিন্দ কেজরীবাল।

মঙ্গলপুরী কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী রাখি বিড়লা।

রাজেন্দ্রনগর কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী রাঘব চাড্ডা।

গাঁধীনগর কেন্দ্রে পিছিয়ে কংগ্রেস প্রার্থী অরবিন্দ লাভলি।

হরিনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী টি এস বাগ্গা।

ওখলায় পিছিয়ে আপ প্রার্থী আমানাতুল্লা খান।

পটপড়গঞ্জ কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী মণীশ সিসৌদিয়া।

রোহিনী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিজেন্দ্র গুপ্ত।

চাঁদনি চকে পিছিয়ে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা।

 

প্রসঙ্গত,গত বিধানসভা ভোটে (২০১৫ সালে) দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল (আপ)। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে আলাদা ফলাফল দেখা ‌যায়। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ শূণ্য। লোকসভার সাতটি আসনের সবকটিতেই জেতে বিজেপি। ২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথম বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আপের কাছে লজ্জার হার হারে বিজেপি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube