হোলির শুভেচ্ছাবার্তায় ভুল, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার বন্যা
2 weeks ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, হোলি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কিন্তু এরপরই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠল নেটিজেনদের মধ্যে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর টুইটে ভুল রয়েছে, তা বোঝাতে ভুললেন না নেটিজেনরা। আসলে হয়েছে কি, নওয়াজ টুইটে লেখেন ‘হ্যাপি হোলি’। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এরপর তিনি যে ইমোজি দিয়েছেন, তাতেই আসল গলদ।
প্রাক্তন পাক
প্রধানমন্ত্রী ‘হ্যাপি হোলি’র পরে আসলে একটি প্রদীপের ছবি দিয়েছেন। রঙের উৎসবের শুভেচ্ছাবার্তায়
প্রদীপের ছবি দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। পাক প্রধানমন্ত্রী কেন হিন্দু উৎসবের শুভেচ্ছায়
ভুল করবেন, এই নিয়ে উঠেছে বিতর্ক। অনেকে বলছেন দীপাবলি এবং হোলি গুলিয়ে ফেলেছেন তিনি,
তাই-ই এই ভুল হয়েছে।
তবে এই প্রথম
নয় এর ঠিক উলটো কাণ্ড হয়েছিল এর আগে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ
মুরাদ আলি শাহ দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘হ্যাপি হোলি’ লিখে ফেলেছেন। হিন্দু
উৎসব সম্পর্কে তাঁদের যে জ্ঞান একটু কম, তা এতদিনে বুঝে গিয়েছেন নেটিজেনরা। তবে এত
সমালোচনার পরেও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ টুইট থেকে প্রদীপের চিহ্ন সংশোধন
করেননি। এমনকি পোস্টটিও মুছে দেননি।