
নিউজটাইম ওয়েবডেস্ক : হোলির দিন ফের সবুজ-মেরুন ঝড়। মঙ্গলবার কল্যাণীতে আইজল এফসিকে ১-০ গোলে হারাল মোহনবাগান। এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বার আই লিগ ঘরে তুলল মোহনবাগান।
সোমবার রিয়াল কাশ্মীরকে হারিয়ে আই লিগ জয়ের সমভাবনা অনেকাংশেই বাড়িয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। গতকাল দোলের পর মঙ্গলবারও যে আই লিগ রেঙে উঠবে সবুজ-মেরুনে, তা নিয়ে আগে থেকেই শুরু হয়েছিল জল্পনা। এদিন সেই জল্পনাকে একাবারে উড়িয়ে দিয়ে চার ম্যাচ বাকি থাকতেই আইজলকে হারাল বাগান। এর আগে টানা ১৩ টি ম্যাচে অপরাজিত ছিল বাগান। এরপর মঙ্গলবার কল্যাণীতে আইজল এফসি-র বিরুদ্ধে মাঠে নেমে সেই রেকর্ডই বযায় রাখল সবুজ-মেরুন শিবির। এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে হারিয়ে ম্যাচ জিতে নিতে মরিয়া হয়ে ওঠে আইজল এফসি। বাগেনকে আক্রমণ শানাতে এদিন কোনরকম চেষ্টাই বাকি রাখেনি এই পাহাড়ি দলটি। তবে আইজল এফসিকে পাল্টা দিতে কোন ভাবেই হাল ছাড়েনি মোহনবাগান। এবশেষে পাপা বাবাকার দিওয়ারা পায়ে আসে লিগের ১০ নম্বর গোলটি। ১-০ গোলে এদিন পাহাড়ি দলটিকে পরাজিত করে মোহনবাগান।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023