‘হোলির কোনো অনুষ্ঠানে থাকবো না’- মোদি

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ট্যুইটে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার করোনা ভাইরাসকে কেন্দ্র করে।

করোনাভাইরাসের কারণে এ বছর হোলির কোনও মিলন উৎসবে যোগ দেবেন না এই ছিল নরেন্দ্র মোদির বক্তব্য। তিনি আর ও জানিয়েছেন, রোগটি যাতে না-ছড়ায় সে জন্য জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত।

আগামী সপ্তাহে পবিত্র হোলির উৎসব। ঠিক তার আগে আচমকাই ভারতে হানা দিয়েছে করোনাভাইরাস, আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমাগত,তাতে আতঙ্ক বেড়েছে। পরপর আক্রান্ত হওয়ার খবর আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে। এই পরিস্তিতিতে  বুধবার ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান, ‘নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে গোটা বিশ্বের বিশেষজ্ঞরা জনসমাগম কমানোর পরামর্শ দিয়েছেন। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আমি কোনও হোলি মিলন অনুষ্ঠানে অংশ নেব না।’

তার কিছু আগেই আতঙ্ক না-করে দেশবাসীকে নিজের সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ও তেলেঙ্গানার পর বুধবার থেকে করোনার উপসর্গের খবর আরও বাড়তে থাকে।

মঙ্গলবার ট্যুইটে তিনি বলেন, নোভেল করোনাভাইরাস মোকাবিলার বিষয়টি পর্যালোচনা করতে বৈঠক করেছেন তিনি বিভিন্ন মন্ত্রক ও রাজ্য একসঙ্গে কাজ করছে। ভারতে আসা মানুষদের দ্রুত পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০,০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩০০০-এরও বেশি মানুষের।

রাজধানী দিল্লি তে ক্রমশ বাড়ছে করোনাভাইরাস আতঙ্ক। এই পরিস্থিতিতে যে কোনও জনসমাগম এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই কারণে চলতি বছর দোলের কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube