হোলিতে চিনা রঙ নৈব নৈব চ? খবর সত্যি কি মিথ্যা?

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি একটি লেখা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাতে লেখা হিন্দির অনুবাদ করলে দাঁড়ায়, ‘ভারতের অন্যতম বৃহত্তম উৎ‍সব হোলি এসে গিয়েছে। আমাদের ভারতে প্রচুর রঙ, মাস্ক ও অন্যান্য দ্রব্য চিন থেকে আসে। সেগুলি সস্তা ও আকর্ষণীয় হওয়ায় আমরা তা কিনি এবং তাতে পলিমার থাকে। আপনাদের জানিয়ে দিই, এই কাঁচামাল তৈরি হয় চিনের হুনেইতে, যেখান থেকে করোনাভাইরাসের জন্ম হয়েছে। আপনাদের সবার কাছে আবেদন রাখছি, চিন থেকে আমদানি হওয়া জিনিস ব্যবহার করবেন না।’

এই কার্ড এক সতর্ক পাঠকের চোখে পড়ার পর তার সত্যতা ‌যাচাই করা হয়।


প্রকৃতপক্ষে,করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয় সরকার এমন কোনও নির্দেশিকা জারি করেনি। ভুয়ো খবর পাচারের কারবারিরা কার্ডটির উপরে লিখেছে ওর্য়াল্ড হেল্থ অর্গ্যানাইজেশন এই তথ্য যে সঠিক নয়, তা স্পষ্ট বোঝা যায় কনটেন্টটি লেখার ধরন ও তার ব্যাকরণগত ভুলের থেকে। কোনও প্রেস বিবৃতি দিয়ে এমন কোনও নির্দেশিকার কথা জানানো হয়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube