হোম কোয়ারান্টাইনে মহারাজ, করোনা আক্রান্ত দাদা স্নেহাশিস

নিউজটাইম ওয়েবডেস্ক : গত মাসেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে হানা দেয় করোনাভাইরাস। করোনা আক্রান্ত হন বিসিসিআই সভাপতির বউদি অর্থাৎ, দাদা স্নেহাশিসের স্ত্রী। সে-যাত্রায় যদিও মহারাজের বেহালারা বাড়িতে ঢুকতে পারেনি সংক্রমণ। পার পেয়ে গিয়েছিলেন সৌরভ-স্নেহাশিস দু’জনেই। এবার নতুন করে করোনা থাবা বসাল সৌরভের পরিবারে। আক্রান্ত হলেন দাদা স্লেহাশিস, যিনি এই মুহূর্তে বাংলার ক্রিকেট সংস্থার সচিব। অর্থাৎ, এবার সিএবির শীর্ষমহলে করোনা হামলা চালাল বলা মোটেও ভুল হবে না।

গত কয়েকদিন ধরেই অসুস্থতা অনুভব করছিলেন স্লেহাশিস। জ্বরের সঙ্গে গলা ব্যথাও ছিল বলে শোনা যাচ্ছে। তাই চিকিৎসকদের পরামর্শ মতো করোনা টেস্ট করান তিনি। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে বলে খবর।

স্লেহাশিস করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই সৌরভ ও ডোনা-সহ তাঁর পরিবারের সকলকে হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। যেহেতু একই বাড়িতে থাকতেন সিএবি সচিব। সম্প্রতি মহারাজ কোনওভাবে স্নেহাশিসের কাছাকাছি এসেছিলেন কিনা, সেই খোঁজ নেওয়া চলছে।

জুনে স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার সময় স্নেহাশিসকে নিয়েও গুজব ছড়িয়েছিল। তবে তখন রাজ্যের স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছিল, স্লেহাশিস সংক্রামিত নন। সিএবির তরফে বিজ্ঞপ্তি জারি করে স্নেহাশিস নিজেও অনুরাগীদের জানিয়েছিলেন, তিনি সুস্থ। তবে এবার সংক্রমণ এড়াতে পারলেন না তিনি।

স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর শোনা যাচ্ছে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও হোম কোয়ারান্টাইনে থাকবেন। কেননা, ক’দিন আগেই কলকাতা পুলিশের বৈঠকে স্লেহাশিস ও ডালমিয়া একসঙ্গে যোগ দিয়েছিলেন। পরে ইডেনে অস্থায়ী কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলার জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে ইডেন পরিদর্শনও করেন স্নেহাশিস ও ডালমিয়া।

সিএবির অন্দরমহলে করোনার হানা অবশ্য এই প্রথম নয়। এর আগে এক নির্বাচক, একজন আম্পায়ার ও এক অস্থায়ী কর্মী ভাইরাস সংক্রামিত হয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube