
।। স্বর্ণালী মান্না ।।
কলকাতা পুরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটি এবার হেরিটেজ তকমা দিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বেলতলার বাড়িটিকে । হাজরা রোডের এই দোতলা বাড়িটি তৈরি করা হয়েছিল ১৯০০ সালে । বাড়িটি পরিদর্শন করার পর বোঝা যায় শুধু ঐতিহাসিক দিক থেকেই নয়, স্থাপত্যগত ভাবেও বাড়িটির যথেষ্ট গুরুত্ব আছে ।
পুনরায় বৈঠক করে এই বাড়িটির “গ্রেড” নির্ণয় করা হবে । গ্রেড ১ এর বাড়ি গুলিতে কোনও গঠন গত পরিবর্তন করা হয় না ।
লাল রঙের এই বাড়ির আতিথেয়তা গ্রহণ করেছেন বহু গণ্যমান্য ব্যক্তিত্য । মহাত্মা গান্ধি, ইন্দিরা গান্ধি ছাড়াও এসছেন পণ্ডিত রবি শংকর । এই বাড়িতেই থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের পিতা, কলকাতা হাই কোর্টের বিখ্যাত ব্যারিস্টার সুধির কুমার রায় ।
সিদ্ধার্থ শঙ্কর রায় ও তাঁর স্ত্রী মায়া রায়ের এই বাড়ি আজ জনসাধারণের কাছে “হোমস্টে” রূপেও পরিচিত । দুটি ঘরে থাকতে পারেন মোট ৬ জন অতিথি ।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িটির হেরিটেজ তকমা পাওয়াটা খুবই গর্বের বিষয় বলে মনে করছেন কলকাতা পুরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য হিমাদ্রি গুহ ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023