
নিউজটাইম ওয়েবডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়েছে সুস্মিতা সেন। নিজেই সামাজিক মাধ্যমে সে-কথা জানিয়েছেন। আজ বাবার সঙ্গে একটি ছবি দেন সামাজিক মাধ্যমে। সেখানেই লেখেন, দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। অস্ত্রপ্রচার হয়েছিল তাঁর, স্টেন্টও বসেছে হৃদয়ে।
বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বারবার প্রমাণ দিয়েছেন তাঁর সাহসের। দুই সন্তানকে দত্তক নিয়েছেন, সম্পর্কের ভাঙা গড়ার মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। হৃদয়ও যখন দুর্বল হয়ে পড়ল ভেঙে পড়লেন না তিনি। আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছিল তাঁর লেখায়। সুস্মিতা লেখেন, ‘দিন কয়েক আগে আমার হার্ট অ্যাটাক হয়। এঞ্জিওপ্লাস্টি হয়। স্টেন্ট বসে সঠিক জায়গায়। এবং সবচেয়ে বড় কথা, আমার হৃদরোগ চিকিৎসক বলেন, আমার হৃদয় বড়।’ তাঁর এই পোস্টের পর কার্যত অবাক হয়ে গিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। সকলেই সুস্মিতার শারীরিক সুস্থতা প্রার্থনা করছেন।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023