
নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রিকেট অনুশীলন করতে করতে মাঝ মাঠে মৃত্যু হল তরুণ ক্রিকেটারের। গতকাল বিকেলে হুগলির চন্দননগর সন্তান সংঘের ঘটনা।মৃতের নাম দীপঙ্কর দাস। বয়স ১৮। দীপঙ্করের বাবা দিনমজুর। বছর দু’এক আগে হারিয়েছেন বড় ছেলেকে। দু বছর পর একমাত্র সম্বল ছোট ছেলেকেও হারালেন তিনি।
জানা গিয়েছে, সন্তান সংঘ ক্রিকেট দলের স্পিন বোলার হিসেবে খেলতেন তিনি। গতকাল ফিল্ডিং করার সময় একটি বল ধরতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমটায় স্বাভাবিক মনে হলেও, তাকে নড়তে চড়তে না দেখে সতীর্থরা গিয়ে দেখেন, মাটিতে লুটিয়ে পড়ে আছেন তিনি। ক্লাবের কর্মকর্তা ও স্থানীয়রা খেলার মাঠ থেকে দ্রুত দীপঙ্কর কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের-জীবনের একমাত্র অবলম্বনকে হারিয়ে শোকস্তব্ধ তাঁর বাবা। এলাকায় নেমেছে শোকের ছায়া।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023