
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা মানেই অনুপ্রেরণা। তাঁর ব্যক্তিত্বের প্রভাবে আচ্ছন্ন দেশের ভক্তরা। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। তাঁর হৃদপিণ্ডের মূল ধমনির ৯৫ শতাংশ ব্লক ছিল। স্টেন্ট বসেছে তাঁর হৃদয়ে। সেই কথা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তবে এও বলেছেন তাঁর হৃদয় বিরাট। সেই হৃদয়ের জোর থেকেই স্বাভাবিক জীবনে ফিরছেন সুস্মিতা সেন। তাঁর পছন্দের শরীরচর্চা করছেন। এবার ফিরলেন র্যাম্পেও।
ল্যাকমে ফ্যাশন উইকে আবারও হাঁটলেন সুস্মিতা। ফ্যাশন ডিজাইনার অনুষ্কা রেড্ডির জন্য শো স্টপার হয়েছিলেন সুস্মিতা সেন। হলুদ লেহেঙ্গায় হাঁটলেন তিনি। আবহে বাজছিল ‘তু ঝুম’ গানটি। সুস্মিতাও যেন একাত্ম হলেন সেই গানের সঙ্গে। সব চিন্তা সরিয়ে নিজেকে মেলে দিলেন জীবনের হাতে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023