
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। দেশজুড়ে তাঁর অগুন্তি ভক্ত। কেউ তাঁর নাচের ভক্ত, কেউ তাঁর রূপের , আবার কেউ তাঁর রূপের ভক্ত। দশকের পর দশক ধরে নানাগুণে আবেশ সৃষ্টি করেছেন দর্শক মনে। বয়স বাড়ছে অভিনেতার, তবুও যেন বার্ধ্যক্য তাঁর নাগাল পায় না। এখনও তাঁর বয়স যেন ৩০ এর কাছাকাছি। খুব একটা সিনেমা করতে দেখা যায় না ঋত্বিককে। আজকাল বেছে বেছে ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু শৃঙ্খলা, নিয়ন্ত্রিত জীবনে থেকে নিজেকে সরিয়ে নেননি।
নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন তিনি। ঋত্বিক যেন তাঁর ভক্তমনে আগুন লাগিয়েছেন এই ছবি দিয়ে। জিম করার ফাঁকে একটি ছবি তুলে পোষ্ট করেছেন ঋত্বিক। সেই ছবিতে কালো টুপি, কালো হুডি, কালো ট্র্যাক প্যান্ট পরে রয়েছেন ঋত্বিক। কালো টিশার্ট এক হাতে ধরে নিজেই দেখাচ্ছেন তাঁর সিক্স প্যাক। সেই সিক্স প্যাকের খাঁজে যেন গড়িয়ে পড়ছে তাঁর ভক্তদের ভালোবাসা। ২০২৩ সালে এই তাঁর প্রথম ছবি।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023