হুমকির মুখে পড়ে নিজের আসল বয়স স্বীকার করলেন শাহরুখ খান

নিউজটাইম ওয়েবডেস্ক : নিজের অগুন্তি দর্শকদের এতদিন ধরে ঠকিয়ে আসছেন শাহরুখ খান, সে কথা স্বীকার করলেন শেষ পর্যন্ত। আজ সকালে সামাজিক মাধ্যমে বললেন তিনি নিজের বয়স মিথ্যে বলে এসেছেন এতদিন। বললেন আসল বয়সও। এতদিন সকলে জানতেন শাহরুখ খানের বয়স ৫৭। কিন্তু তাঁর বয়স আসলে ৩০। অবাক হলেন তো?

একথা কিন্তু কিং খান নিজেই বলেছেন। আজ সকালে একটি টুইট করেছেন শাহরুখ খান। সেখানেই তিনি বলেছেন,’ আমার বয়স ৩০ বছর। আমি সত্যিটা বলে দিলাম।’ মাথায় কিছুই ঢুকছে না তো? তাহলে সত্যিটা শুনুন। এই সবই শাহরুখ আসলে মজা করে বলেছেন।

আসলে শাহরুখের এক ভক্ত তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছেন টুইটারে। একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘খান সাহেব আপনার বয়স ৫৭ নয়, আপনি মিথ্যে বলছেন।আপনার বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছি।’ এই টুইট শেয়ার করে শাহরুখ বলেন, ‘দয়া করে কোরো না। ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে আমার বয়স ৩০। সত্যিটা যখন বলেই ফেললাম তখন এও বলছি যে আমার পরের সিনেমা ‘জওয়ান’ ।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube