
নিউজটাইম ওয়েবডেস্ক : নিজের অগুন্তি দর্শকদের এতদিন ধরে ঠকিয়ে আসছেন শাহরুখ খান, সে কথা স্বীকার করলেন শেষ পর্যন্ত। আজ সকালে সামাজিক মাধ্যমে বললেন তিনি নিজের বয়স মিথ্যে বলে এসেছেন এতদিন। বললেন আসল বয়সও। এতদিন সকলে জানতেন শাহরুখ খানের বয়স ৫৭। কিন্তু তাঁর বয়স আসলে ৩০। অবাক হলেন তো?
একথা কিন্তু কিং খান নিজেই বলেছেন। আজ সকালে একটি টুইট করেছেন শাহরুখ খান। সেখানেই তিনি বলেছেন,’ আমার বয়স ৩০ বছর। আমি সত্যিটা বলে দিলাম।’ মাথায় কিছুই ঢুকছে না তো? তাহলে সত্যিটা শুনুন। এই সবই শাহরুখ আসলে মজা করে বলেছেন।
Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023